• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন

নাটোরে পচা মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিবেদকঃ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

নাটোরের সিংড়ায় পচা ও বাসি মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী মারফত আলী সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুরের বাসিন্দা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া মুরগিহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া বাজারে পচা ও বাসি গরুর মাংস বিক্রির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন ব্যবসায়ী মারফত আলীর মাংসের দোকানে অভিযান চালায়। এসময় পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ব্যবসায়ী পচা ও বাসি মাংস বিক্রির কথা স্বীকার করেন। পরে জব্দ করা ৮০ কেজি পঁচা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, পচা ও বাসি মাংস বিক্রি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী পচা মাংস বিক্রির কথা স্বীকার করে। এসময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা পঁচা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ