সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রেনের বগি উল্টে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
মেহেরুল ইসলাম মোহন, নাটোর প্রতিবেদকঃ
- আপডেট সময় : ১০:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
নাটোরের আব্দুলপুর মালগাড়ি একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুরে এ ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী একটি ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর স্টেশন এলাকায় পৌঁছালে হঠ্যৎ লাইন থেকে পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় একটি বগি উল্টে যায়। এতে সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনা কবলিত মালবাহী বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসছেন বলে তিনি জানান।