ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ফের জাতিগত সংঘর্ষ, নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জাতিগত বিরোধ থেকে জমি-সংক্রান্ত পুরনো বিবাদের জেরে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বেনু রাজ্যের উমোগিডি এলাকায় স্থানীয় সময় গত বুধবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে।

শুক্রবার (৭ এপ্রিল) এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জমি-সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে স্থানীয় নিখোঁজ রয়েছেন। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনার জন্য পশুপালক গোষ্ঠীকে দায়ী করেন পল হেম্বা। তার ভাষ্য, স্থানীয় জনগোষ্ঠীর ওপর গত মাসের প্রায় পুরোটা সময় তারা হামলা চালিয়েছে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলে জাতিগত বিরোধের জেরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এ যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাইজেরিয়ায় ফের জাতিগত সংঘর্ষ, নিহত ৪৬

আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জাতিগত বিরোধ থেকে জমি-সংক্রান্ত পুরনো বিবাদের জেরে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বেনু রাজ্যের উমোগিডি এলাকায় স্থানীয় সময় গত বুধবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে।

শুক্রবার (৭ এপ্রিল) এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জমি-সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে স্থানীয় নিখোঁজ রয়েছেন। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনার জন্য পশুপালক গোষ্ঠীকে দায়ী করেন পল হেম্বা। তার ভাষ্য, স্থানীয় জনগোষ্ঠীর ওপর গত মাসের প্রায় পুরোটা সময় তারা হামলা চালিয়েছে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলে জাতিগত বিরোধের জেরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এ যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।