ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রহস্য, ১৫টি স্যুটকেস নিয়ে বার্সায় মেসি

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

পিএসজিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জুনেই। এরপর মেসি যেতে পারেন যেকোনো জায়গাতেই। তার প্রস্তাবও আছে।

সম্ভাব্য গন্তব্যের বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে, কিন্তু পিএসজি ছাড়লে মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারটি নিয়েই বেশি আলোচনা।

বার্সাও চাচ্ছে মেসিকে ফেরাতে। বর্তমান কোচ জাভি হার্নান্দেজও খুব করেই চাইছেন সাবেক সতীর্থকে পেতে। এর মধ্যেই খুব গোপনে মেসি বার্সেলোনায় পা রেখেছেন বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তিনি নাকি বার্সেলোনায় গেছেন ১৫টি স্যুটকেস নিয়ে।

মেসি বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর ছেড়েছেন খুব গোপনে। বিমানবন্দরের পেছন দরজা দিয়ে। ভক্তদের ভিড় এড়াতে সেটি তিনি করতেই পারেন, কিন্তু ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় যাওয়াটা স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর কাছে বেশ রহস্যজনক। স্যুটকেসের পরিমাণ ও আকার নিয়ে চলছে নানা গুঞ্জন।

স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, মেসি শনিবার এল প্রাতে পৌঁছেছেন। সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন ছেলেও আছে। একই সঙ্গে ছিলেন মেসির দীর্ঘদিনের সহযোগী ও আর্জেন্টাইন তারকার ‘ডান হাত’ বলে পরিচিত পেপে কস্তা। মেসি তার পরিবারকে নিয়ে বিমানবন্দরের প্রধান ফটক দিয়ে না বেরিয়ে পেছন দিয়ে বের হন। কস্তাকে নাকি স্যুটকেসগুলো পাহারা দিতে দেখা গেছে।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক একটু যেন শীতল হয়ে উঠেছে। বিশ্বকাপের পরপরই তার সঙ্গে পিএসজির নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। মনে হচ্ছিল, মেসির চুক্তি নবায়নটা শুধুই সময়ের ব্যাপার।

দুই পক্ষ থেকেও সেটিই জানানো হয়েছিল। চুক্তি আজ হচ্ছে, কাল হচ্ছে করতে করতে কেটে গেছে চার মাস। দুই মাস ধরেই শোনা যাচ্ছে চুক্তিটা নাকি মেসির জন্যই ঝুলে আছে। পিএসজিতে খেলার ব্যাপারে তার কিছু শর্তও আছে।

সেই শর্তের মধ্যে আছে নিজের বেতন অনেকটা বাড়ানো। অনেকটা বলতে কিলিয়ান এমবাপ্পের সমান বা তার কাছাকাছি। বেশ কয়েকবার চুক্তি নবায়নের জন্য আলোচনায় বসেও মেসির শর্তের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ একমত না হওয়ায় সেটি স্থগিত হয়ে আছে। পিএসজিও ভাবছে মেসিকে নিয়ে।

বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে টানা দুবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় পিএসজিরও কিছুটা মোহভঙ্গ ঘটেছে বলে মনে করা হচ্ছে। পিএসজি ৩৫ বছর বয়সী মেসিকে কিছুতেই ২৪ বছরের এমবাপ্পের সমান বেতন দেবে না। এমন পরিস্থিতিতে মেসি ক্লাব ছাড়তেই পারেন।

এখন তিনি বার্সেলোনায় ফিরবেন, না অন্য কোনো ক্লাবে যাবেন, সেটি সম্পূর্ণ তার ব্যাপার। এদিকে সৌদি আরবের ক্লাব আল-হিলালও মেসিকে অকল্পনীয় অঙ্কের একটা প্রস্তাব দিয়েছে। গণমাধ্যমগুলো বলছে, আল-হিলালের এই প্রস্তাব নাকি ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে যে টাকায় খেলছেন, তার দ্বিগুণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন রহস্য, ১৫টি স্যুটকেস নিয়ে বার্সায় মেসি

আপডেট সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

পিএসজিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জুনেই। এরপর মেসি যেতে পারেন যেকোনো জায়গাতেই। তার প্রস্তাবও আছে।

সম্ভাব্য গন্তব্যের বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে, কিন্তু পিএসজি ছাড়লে মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারটি নিয়েই বেশি আলোচনা।

বার্সাও চাচ্ছে মেসিকে ফেরাতে। বর্তমান কোচ জাভি হার্নান্দেজও খুব করেই চাইছেন সাবেক সতীর্থকে পেতে। এর মধ্যেই খুব গোপনে মেসি বার্সেলোনায় পা রেখেছেন বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তিনি নাকি বার্সেলোনায় গেছেন ১৫টি স্যুটকেস নিয়ে।

মেসি বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর ছেড়েছেন খুব গোপনে। বিমানবন্দরের পেছন দরজা দিয়ে। ভক্তদের ভিড় এড়াতে সেটি তিনি করতেই পারেন, কিন্তু ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় যাওয়াটা স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর কাছে বেশ রহস্যজনক। স্যুটকেসের পরিমাণ ও আকার নিয়ে চলছে নানা গুঞ্জন।

স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, মেসি শনিবার এল প্রাতে পৌঁছেছেন। সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন ছেলেও আছে। একই সঙ্গে ছিলেন মেসির দীর্ঘদিনের সহযোগী ও আর্জেন্টাইন তারকার ‘ডান হাত’ বলে পরিচিত পেপে কস্তা। মেসি তার পরিবারকে নিয়ে বিমানবন্দরের প্রধান ফটক দিয়ে না বেরিয়ে পেছন দিয়ে বের হন। কস্তাকে নাকি স্যুটকেসগুলো পাহারা দিতে দেখা গেছে।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক একটু যেন শীতল হয়ে উঠেছে। বিশ্বকাপের পরপরই তার সঙ্গে পিএসজির নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। মনে হচ্ছিল, মেসির চুক্তি নবায়নটা শুধুই সময়ের ব্যাপার।

দুই পক্ষ থেকেও সেটিই জানানো হয়েছিল। চুক্তি আজ হচ্ছে, কাল হচ্ছে করতে করতে কেটে গেছে চার মাস। দুই মাস ধরেই শোনা যাচ্ছে চুক্তিটা নাকি মেসির জন্যই ঝুলে আছে। পিএসজিতে খেলার ব্যাপারে তার কিছু শর্তও আছে।

সেই শর্তের মধ্যে আছে নিজের বেতন অনেকটা বাড়ানো। অনেকটা বলতে কিলিয়ান এমবাপ্পের সমান বা তার কাছাকাছি। বেশ কয়েকবার চুক্তি নবায়নের জন্য আলোচনায় বসেও মেসির শর্তের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ একমত না হওয়ায় সেটি স্থগিত হয়ে আছে। পিএসজিও ভাবছে মেসিকে নিয়ে।

বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে টানা দুবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় পিএসজিরও কিছুটা মোহভঙ্গ ঘটেছে বলে মনে করা হচ্ছে। পিএসজি ৩৫ বছর বয়সী মেসিকে কিছুতেই ২৪ বছরের এমবাপ্পের সমান বেতন দেবে না। এমন পরিস্থিতিতে মেসি ক্লাব ছাড়তেই পারেন।

এখন তিনি বার্সেলোনায় ফিরবেন, না অন্য কোনো ক্লাবে যাবেন, সেটি সম্পূর্ণ তার ব্যাপার। এদিকে সৌদি আরবের ক্লাব আল-হিলালও মেসিকে অকল্পনীয় অঙ্কের একটা প্রস্তাব দিয়েছে। গণমাধ্যমগুলো বলছে, আল-হিলালের এই প্রস্তাব নাকি ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে যে টাকায় খেলছেন, তার দ্বিগুণ।