নতুন চালের সুফল বাজারে
- আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
প্রায় দেড় সপ্তাহ আগে বাজারে এসেছে নতুন চাল। এতে দাম কমেছে চালের বাজারের। প্রতি সপ্তাহে কেজি দুই-চার টাকা বৃদ্ধির বদলে এখন কমতে শুরু করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের পাইকারি ও খুচরা চালের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের ভাষ্য, দেড় সপ্তাহ আগেও মাঝারি মানের চালের কেজি প্রতি ক্রেতাকে গুনতে হয়েছে অন্তত ৬৫ টাকা। নতুন চাল আসার পর সে দাম কমে ৬০ টাকায় নেমেছে।
ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজারের চাল ব্যবসায়ী মহিন ভুঁইয়া ঢাকা মেইলকে বলেন, আট-দশদিন ধরে চালের দাম কমেছে। এর আগে তো ৬৫ টাকার নিচে আটাশও ছিল না। এখন তো ৬০ টাকায়ও আটাশ পাওয়া যায়। নতুন চালের দামটা কম।
বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট নামে বিক্রি হওয়া চাল বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে মিলছে। কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা হাজারে গুনতে হচ্ছে আটাশ চালের জন্য।
বিক্রেতাদের ভাষ্য, ৫০ কেজি ওজনের আটাশ চালের বস্তা ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এটি পুরনো চাল। তবে নতুন চালের ক্ষেত্রে বস্তা প্রতি ২০০ টাকা কম পাচ্ছেন ক্রেতারা।
এছাড়া মোটা চালের মধ্যে পাইজাম ৫৮ থেকে ৬০ টাকা, স্বর্ণা গুটি ৫২ থেকে ৫৫ টাকা, হাইব্রিড ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে নাজিরশাইল চাল ৭৫ টাকা, চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।