সংবাদ শিরোনাম ::
নওগাঁয় হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ১১:১৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
নওগাঁয় আনোয়ার হোসেন বাবু (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন বাবু একটি মাদক মামলায় গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ (সম্ভবত) থেকে কারাগারে ছিলেন। আগে থেকেই তার হাইপারটেনশন, ডায়াবেটিস ছিল। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন।
শুক্রবার ভোরে হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হলে সঙ্গে সঙ্গে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





















