সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কষ্টিপাথরের গণেশ মূর্তি উদ্ধার
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ওজনের কষ্টিপাথরের একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৪ ফেব্রুয়ারি) বিকেলে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকায় মুহাম্মদ রাব্বানীর বাড়ি পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি আরও জানান, উদ্ধারের পর মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।