ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত গয়েশ্বর, সালাম আটক

- আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
অনুমতি না পেলেও অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকায় সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে অমিতাভ রায়।
তিনি বলেন, আমার বাবা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানি না আমরা।
সংঘর্ষে আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করে।
এদিকে একই স্পটে কর্মসূচি পালনের সময় সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অন্যদিকে গাবতলী থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।