ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ধুম ৪’-এ রণবীর কাপুর

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে

বলিউড যখন শাহরুখ সালমান আমিরদের কাঁধে ভর করে চলছিল তখন অনেকেই পড়েছিলেন দুশ্চিন্তায়। আর কতদিন বি-টাউনকে টেনে নেবেন বুড়ো খানেরা? পরবর্তী প্রজন্মের কে হবেন তাদের উত্তরসূরি? এই প্রশ্ন যখন জোরেশোরে চেপে বসেছে তখন ব্রক্ষ্মাস্ত্র, অ্যানিমেলের মতো ধুম ধাড়াক্কা ছবি উপহার দিয়ে রণবীর কাপুর জানান দেন তিনিই হবেন পরবর্তী কাণ্ডারী।

ছোট কাপুরের ওপর ভরসাও রাখছেন সবাই। প্রমাণ ধুম ৪ সিনেমা। জন আব্রাহাম, ঋত্বিক রোশান আমির খানদের নিয়ে হিট করা সিনেমার চতুর্থ পর্বে দেখা যাবে রণবীরকে। আজ ২৮ সেপ্টেম্বর অভিনেতার জন্মদিনেই দেওয়া হলো এমন চমক।

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে কাপুরনন্দন নিজে থেকেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর।

এদিকে জন, ঋত্বিকদের জায়গা রণবীর নিলেও পুলিশ চরিত্রে দেখা যাবে না অভিষেককে। উদয় চপড়াও অভিনয় থেকে সরে গেছেন। ফলে তাদের জায়গায় নেওয়া হবে এ প্রজন্মদের দুই অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ধুম ৪’-এ রণবীর কাপুর

আপডেট সময় : ১২:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

বলিউড যখন শাহরুখ সালমান আমিরদের কাঁধে ভর করে চলছিল তখন অনেকেই পড়েছিলেন দুশ্চিন্তায়। আর কতদিন বি-টাউনকে টেনে নেবেন বুড়ো খানেরা? পরবর্তী প্রজন্মের কে হবেন তাদের উত্তরসূরি? এই প্রশ্ন যখন জোরেশোরে চেপে বসেছে তখন ব্রক্ষ্মাস্ত্র, অ্যানিমেলের মতো ধুম ধাড়াক্কা ছবি উপহার দিয়ে রণবীর কাপুর জানান দেন তিনিই হবেন পরবর্তী কাণ্ডারী।

ছোট কাপুরের ওপর ভরসাও রাখছেন সবাই। প্রমাণ ধুম ৪ সিনেমা। জন আব্রাহাম, ঋত্বিক রোশান আমির খানদের নিয়ে হিট করা সিনেমার চতুর্থ পর্বে দেখা যাবে রণবীরকে। আজ ২৮ সেপ্টেম্বর অভিনেতার জন্মদিনেই দেওয়া হলো এমন চমক।

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে কাপুরনন্দন নিজে থেকেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর।

এদিকে জন, ঋত্বিকদের জায়গা রণবীর নিলেও পুলিশ চরিত্রে দেখা যাবে না অভিষেককে। উদয় চপড়াও অভিনয় থেকে সরে গেছেন। ফলে তাদের জায়গায় নেওয়া হবে এ প্রজন্মদের দুই অভিনেতাকে।