ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম নয়, মানবতার বন্ধনেই জাতি ঐক্যবদ্ধ হোক: জামায়াত আমির

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেখতে চায় জামায়াতে ইসলামি। এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান-সবাই দশকের পর দশক ধরে একসঙ্গে বসবাস করছে। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই।”

তিনি আরও বলেন, ‘আমরা যেমন আল্লাহর দরবারে আবেদন করে জন্ম নিইনি, অন্য ধর্মাবলম্বীরাও তেমনভাবেই জন্ম নিয়েছেন। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দিয়েছেন-যার আলোকে মানুষ নিজ ধর্ম বেছে নেবে। এ স্বাধীনতাই মানবতার সৌন্দর্য।’

দাঈ ও ওয়ায়েজদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধান কোরআন এবং নবী করিম (সা.)-এর দিকনির্দেশনা জীবনে বাস্তবায়ন করাই দাঈদের কর্তব্য। মানুষ সমাজবদ্ধ প্রাণী-এই সত্য ভুলে গেলে সমাজে বিভ্রান্তি দেখা দেয়।’

তিনি আরও বলেন, ‘দাঈদের কাজ হলো মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করা, কল্যাণের পথে আহ্বান জানানো। রাসূল (সা.) যেমন মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, তেমনি আমরাও ন্যায় ও নৈতিকতার পথে মানুষকে আহ্বান জানাতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ম নয়, মানবতার বন্ধনেই জাতি ঐক্যবদ্ধ হোক: জামায়াত আমির

আপডেট সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেখতে চায় জামায়াতে ইসলামি। এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান-সবাই দশকের পর দশক ধরে একসঙ্গে বসবাস করছে। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই।”

তিনি আরও বলেন, ‘আমরা যেমন আল্লাহর দরবারে আবেদন করে জন্ম নিইনি, অন্য ধর্মাবলম্বীরাও তেমনভাবেই জন্ম নিয়েছেন। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দিয়েছেন-যার আলোকে মানুষ নিজ ধর্ম বেছে নেবে। এ স্বাধীনতাই মানবতার সৌন্দর্য।’

দাঈ ও ওয়ায়েজদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধান কোরআন এবং নবী করিম (সা.)-এর দিকনির্দেশনা জীবনে বাস্তবায়ন করাই দাঈদের কর্তব্য। মানুষ সমাজবদ্ধ প্রাণী-এই সত্য ভুলে গেলে সমাজে বিভ্রান্তি দেখা দেয়।’

তিনি আরও বলেন, ‘দাঈদের কাজ হলো মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করা, কল্যাণের পথে আহ্বান জানানো। রাসূল (সা.) যেমন মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, তেমনি আমরাও ন্যায় ও নৈতিকতার পথে মানুষকে আহ্বান জানাতে চাই।’