দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

- আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশে ফেরার অনাপত্তি গুয়াহাটিতে। এর ফলে যে কোন সময় দেশে ফিরতে পারবেন তিনি। বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানানো হয়।
এর আগে গত ১ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালান দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র হুয়াহাটির বাংলাদেশ মিশনে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ট্রাভেল পাশ নিয়ে যে কোন সময় দেশে ফিরতে পারবেন।
এর আগে সালাহউদ্দিনকে ভ্রমণ অনুমোদন দেয়া যাবে কিনা, সে বিষয়ে মতামত চেয়েছিল ভারতে বাংলাদেশ হাইকমিশন। পরে তাকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেয়া যাবে বলে মত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান।