সংবাদ শিরোনাম ::
দেশের ৪০০ উপজেলায় জাকের পার্টির ইসলামী সম্মেলন
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
দেশের ৪০০ উপজেলায় জাকের পার্টির আয়োজনে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি এবং শান্তিকামী মানবতার ঐক্য কামনা করে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের বয়ানে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধ-আদর্শের আলোকে সব ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করে প্রগতিশীল বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রতিটি সম্মেলনেই দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা ছাড়াও মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি চেয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।