‘দুর্যোগপূর্ণ’ ঢাকার বাতাস, নিঃশ্বাস নিলেই ‘বিপদ’

- আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
(আইকিউএয়ার) অনুযায়ী ঢাকার বাতাসের মান ভয়াবহ রকমের খারাপ।
এদিন সকাল সোয়া নয়টায় ঢাকার বায়ুমান স্কোর ৪২৪, যা ‘দুর্যোগপূর্ণ’। সাম্প্রতিক সময়ে ঢাকার বায়ু মান স্কোর এতটা বেশি দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আজ বায়ুর যে মান, তা ভয়ানক।
এ ছাড়া একই সময়ে আইকিউএয়ার স্কোর ৩২৪ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। ২২৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি চতুর্থ, ২১৯ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় ছিল পঞ্চম স্থানে। শীর্ষ দশের মধ্যে ভারতের তিনটি শহর অবস্থান করছিল। এগুলো হলো- কলকাতা (২৭৫ স্কোর), দিল্লি (১৯৭ স্কোর) ও মুম্বাই (১৮৩ স্কোর)।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘আজ বায়ুর যে মান, তা সত্যিই ভয়ানক।
তিনি আরও বলেন, টানা তিন দিন ধরে তিন ঘণ্টা করে যদি স্কোর ৩০০–এর বেশি থাকে তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। এখন ঢাকার বায়ুর যে মান, তাতে মানুষকে সচেতন করার জন্য পরিবেশ অধিদপ্তরের উচিত প্রিন্ট ও ইলেকট্রিনক মাধ্যমে এবং সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরিতে বার্তা দেওয়া।