ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নিন্দা

আরিফ রববানী,ময়মনসিংহ:
  • আপডেট সময় : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য দৈনিক জনবাণী পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও তৃতীয়মাত্রার সাংবাদিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা একেএম শমসের আলীর করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গ্রহন করা হয়। নেতৃবৃন্দ মনে করেন,সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গত ১৯ মে ২০২৫ ইং ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়া বাজারে ইজারাধার ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নান কর্তৃক অতিরিক্ত টোল আদায় করার প্রতিবাদে স্থানীয় সচেতন মহল মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত লোকজন পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলীর ছবি ব্যবহার করে প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধনে লাইভ প্রচার করে। স্থানীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গত শনিবার (২৪ মে) ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিএনপি নেতা শমসের আলী। আদালতের বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য তাঁদের বক্তব্যে মানহানি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে প্রত্যাহারের দাবী জানায়। এছাড়াও ৪ সদস্য মামলা তদারকি কমিটি গঠন, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নিন্দা

আপডেট সময় : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য দৈনিক জনবাণী পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও তৃতীয়মাত্রার সাংবাদিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা একেএম শমসের আলীর করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গ্রহন করা হয়। নেতৃবৃন্দ মনে করেন,সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গত ১৯ মে ২০২৫ ইং ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়া বাজারে ইজারাধার ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নান কর্তৃক অতিরিক্ত টোল আদায় করার প্রতিবাদে স্থানীয় সচেতন মহল মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত লোকজন পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলীর ছবি ব্যবহার করে প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধনে লাইভ প্রচার করে। স্থানীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গত শনিবার (২৪ মে) ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিএনপি নেতা শমসের আলী। আদালতের বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য তাঁদের বক্তব্যে মানহানি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে প্রত্যাহারের দাবী জানায়। এছাড়াও ৪ সদস্য মামলা তদারকি কমিটি গঠন, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।