দুই ঘণ্টায় আ.লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি
- আপডেট সময় : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
ফরম বিক্রির শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের ঢল নেমেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। প্রথম দিনে দুই ঘণ্টার মধ্যেই তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা দলটি।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা ১১টার কিছু পরই নেতাকর্মীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
মনোনয়ন ফরম কিনতে সকাল ১১টার আগেই নেতাকর্মীদের ফল নামে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। নেতাকর্মীদের চাপ বেশি থাকায় দুপুর নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ সীমিত করে দলটি। এ সময় সীমিত সংখ্যক মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করার সুযোগ পান।
ফরম বিক্রির দুই ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রামে ৫১টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি, সিলেট বিভাগে ১৭টি, খুলনায় ৩৯টি, বরিশালে ১৭টি, রংপুরে ২৬টি এবং রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনের সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোণা-৪ আসনের সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোণা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনের আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনের ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী (অব.), পিরোজপুর-১ শ ম রেজাউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।