ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিল্লি ভোটের আগে বেকায়দায় কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে

দিল্লি নির্বাচনের বাকি আর পাঁচদিন। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগে পদত্যাগ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সাত বিধায়ক। তাদের কাউকেই নির্বাচনে লড়তে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টির বিধায়ক বিএস জুন (বিজবাসন) প্রথম তার পদত্যাগের কাগজপত্র জমা দেন। বাকি যেসব বিধায়ক পদত্যাগ করেছেন তারা হলেন— নরেশ যাদব (মেহরৌলি), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জনকপুরী), মদন লাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর) এবং ভাবনা গৌড় (পালাম)।

পালামের ভাবনা গৌড় তার পদত্যাগপত্রে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।’

arvind2
নরেশ যাদবের পদত্যাগপত্র। ছবি: সংগৃহীত

নরেশ যাদব গত ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির মেহরৌলি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তিনি গত ডিসেম্বরে কোরআন অবমাননা মামলায় পাঞ্জাবের একটি আদালত দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের কারাদণ্ডের শাস্তি পান।

সম্প্রতি দিল্লি নির্বাচনের জন্য এএপি প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করে, যেখানে নরেশ যাদবের পরিবর্তে মহেন্দার চৌধুরীকে মেহরৌলির প্রার্থী হিসাবে ঘোষণা করে।

নরেশ যাদব তার পদত্যাগপত্রে বলেন, যে এএপি তার মূলনীতি ‘সৎ রাজনীতি’ ত্যাগ করেছে।

সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার সাবেক ডেপুটি মণীশ সিসোদিয়া আবগরি (মদ) কেলেঙ্কারি মামলায় বেশ কয়েকবার জেলে থাকার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেছেন, দলটি দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি পূরণ করার পরিবর্তে ‘নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’

ত্রিলোকপুরী বিধায়ক রোহিত কুমার মেহরাউলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দলিত এবং বাল্মীকি সম্প্রদায়ের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার আশায় তিনি আন্না হাজারে নেতৃত্বাধীন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সময় এএপিতে যোগ দিয়েছিলেন।

arvind1
ভাবনা গৌড় ও মদন লালের পদত্যাগপত্র। ছবি: সংগৃহীত

মেহরাউলি বলেন, এএপি এই সম্প্রদায়গুলোকে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চুক্তিভিত্তিক শ্রম বাতিল এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে শোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।

জনকপুরীর রাজেশ ঋষিও ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে জানান, এএপি তার মূল মূল্যবোধ থেকে সরে গিয়েছে। তিনি পদত্যাগপত্রে দুর্নীতিমুক্ত শাসন এবং স্বচ্ছতার নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য দলের সমালোচনা করেন।

আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সাবেক এই সমর্থক অভিযোগ করেন, দলটি ‘স্বজনপ্রীতি ও দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে।’

উল্লেখ্য, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লি ভোটের আগে বেকায়দায় কেজরিওয়াল

আপডেট সময় : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

দিল্লি নির্বাচনের বাকি আর পাঁচদিন। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগে পদত্যাগ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সাত বিধায়ক। তাদের কাউকেই নির্বাচনে লড়তে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টির বিধায়ক বিএস জুন (বিজবাসন) প্রথম তার পদত্যাগের কাগজপত্র জমা দেন। বাকি যেসব বিধায়ক পদত্যাগ করেছেন তারা হলেন— নরেশ যাদব (মেহরৌলি), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জনকপুরী), মদন লাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর) এবং ভাবনা গৌড় (পালাম)।

পালামের ভাবনা গৌড় তার পদত্যাগপত্রে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।’

arvind2
নরেশ যাদবের পদত্যাগপত্র। ছবি: সংগৃহীত

নরেশ যাদব গত ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির মেহরৌলি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তিনি গত ডিসেম্বরে কোরআন অবমাননা মামলায় পাঞ্জাবের একটি আদালত দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের কারাদণ্ডের শাস্তি পান।

সম্প্রতি দিল্লি নির্বাচনের জন্য এএপি প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করে, যেখানে নরেশ যাদবের পরিবর্তে মহেন্দার চৌধুরীকে মেহরৌলির প্রার্থী হিসাবে ঘোষণা করে।

নরেশ যাদব তার পদত্যাগপত্রে বলেন, যে এএপি তার মূলনীতি ‘সৎ রাজনীতি’ ত্যাগ করেছে।

সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার সাবেক ডেপুটি মণীশ সিসোদিয়া আবগরি (মদ) কেলেঙ্কারি মামলায় বেশ কয়েকবার জেলে থাকার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেছেন, দলটি দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি পূরণ করার পরিবর্তে ‘নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’

ত্রিলোকপুরী বিধায়ক রোহিত কুমার মেহরাউলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দলিত এবং বাল্মীকি সম্প্রদায়ের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার আশায় তিনি আন্না হাজারে নেতৃত্বাধীন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সময় এএপিতে যোগ দিয়েছিলেন।

arvind1
ভাবনা গৌড় ও মদন লালের পদত্যাগপত্র। ছবি: সংগৃহীত

মেহরাউলি বলেন, এএপি এই সম্প্রদায়গুলোকে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চুক্তিভিত্তিক শ্রম বাতিল এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে শোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।

জনকপুরীর রাজেশ ঋষিও ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে জানান, এএপি তার মূল মূল্যবোধ থেকে সরে গিয়েছে। তিনি পদত্যাগপত্রে দুর্নীতিমুক্ত শাসন এবং স্বচ্ছতার নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য দলের সমালোচনা করেন।

আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সাবেক এই সমর্থক অভিযোগ করেন, দলটি ‘স্বজনপ্রীতি ও দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে।’

উল্লেখ্য, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনা হবে।