দিনাজপুরে কবর থেকে ৬ কঙ্কাল চুরি!

- আপডেট সময় : ০৭:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।
রোববার (৫ মার্চ) বিকেলে পৌর এলাকার থানামোড়ে (ক্ষেতাবমোড়) অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পায় ভুট্টু নামে এক ব্যক্তি। এ সময় সে মসজিদে সংবাদ দিলে আসরের নামাজ শেষে ইমাম ও মুসুল্লিরা গিয়ে ঘটনার সত্যতা পায়। তবে ভুট্টু মিয়া কবরস্থানটির আম বাগান লিজ নিয়ে আমের ব্যবসা করে।
স্থানীয়রা জানান, কবরস্থানে প্রবেশের রাস্তার দুই ধার থেকে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এর মধ্যে একটি নতুন কবর এবং পাঁচটি পুরাতন।
কবরস্থান জামে মসজিদের ইমাম ওবাইদুর রহমান জানান, ‘রোববার আসরের নামাজ শেষে লোকজন সংবাদ দিলো যে কবরের কঙ্কাল হারিয়ে গেছে। পরে মুসুল্লিরাসহ কবরস্থানে গিয়ে দেখি ঘটনা সত্য। অনেক কবরের ভেতরে শুধু কাপড় পড়ে আছে। অনেকগুলোর ভেতরে আবার কিছুই নেই।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ঘটনার খবর এখনও কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।