সংবাদ শিরোনাম ::
দাম কমলো সয়াবিন তেল ও চিনির
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ও প্রতি চিনির দাম ৫ টাকা কমানো হয়েছে। সোমবার থেকে বাজারে নতুন দামে বিক্রি হবে চিনি ও সয়াবিন তেল।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এসোসিয়েশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে আমদানি মূল্য হ্রাস পাওয়ায় এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৪ টাকা। আগে এর দাম ছিল ১৭৯ টাকা।
৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭৩ থেকে কমিয়ে করা হয়েছে ৮৫০ টাকা। আর এক লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৫৪ টাকায়।
অন্যদিকে, বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির দাম ১৩৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৩০ টাকা আর প্যাকেট জাত চিনি বিক্রি হবে ১৪০ টাকার পরিবর্তে ১৩৫ টাকায়।