• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

ত্রিশালের মঠবাড়ীতে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

আরিফ রববানী, ময়মনসিংহঃ / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল । বৃহস্পতিবার (৩০মার্চ) মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে একাধিক স্পটে ৪৭০ টাকা প্যাকেজে মোট ১হাজার আটাশি জনের কাছে টিসিবি পণ্য বিক্রির এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি । শুধু উদ্বোধনই নয় দিনভর বিতরণকৃত স্পট তদারকি করে সঠিক মত পণ্যগুলো ভুক্তভোগীদের কাছে বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।

এসময় চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, ‘রমজান মাসে দরিদ্র অসহায় পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার একটি মানবিক দৃষ্টান্ত। গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ ন্যায্য মুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাওয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কার্ডধারীরা যেন টিসিবির পণ্য পায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার,স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- মাহে রমজান উপলক্ষে স্বল্পমুল্যে নির্ধারিত ৪৭০ টাকার প্যাকেজে ভিতরে রয়েছে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুশুরি ডাল ও এক কেজি ছোলা বুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ