ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

তিন দেশ থেকে আসবে এক লাখ ৫ হাজার টন সার

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে এক লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৬৮১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি, তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আনা হবে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের ৩ টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ৩ টি এবং খাদ্য মন্ত্রণালয়ের এক টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ৭টি প্রস্তাবই অনুমোদন দেয় সরকার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪২ মার্কিন ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) তিউনিসিয়া এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৫০ মার্কিন ডলার।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৩তম (ঐচ্ছিক-৪র্থ) লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার৷ মরক্কো থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭১০ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন দেশ থেকে আসবে এক লাখ ৫ হাজার টন সার

আপডেট সময় : ১২:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে এক লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৬৮১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি, তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আনা হবে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের ৩ টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ৩ টি এবং খাদ্য মন্ত্রণালয়ের এক টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ৭টি প্রস্তাবই অনুমোদন দেয় সরকার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪২ মার্কিন ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) তিউনিসিয়া এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৫০ মার্কিন ডলার।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৩তম (ঐচ্ছিক-৪র্থ) লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার৷ মরক্কো থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭১০ মার্কিন ডলার।