তারাকান্দায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রতিটি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। ১০টি বিটে রয়েছে ১০টি বিট কার্যালয়। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার লক্ষে কাজ করে যাচ্ছে ওসি ওয়াজেদ আলীর নির্দেশনায় বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।
শুক্রবার (৭জুন) বিকালে বেলায় থানা বিট নং-৬ ঢাকুয়া ইউনিয়ন এর আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে- তারাকান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সমাজের সকল অপরাধ নির্মুলে স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী ।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারমান,মেম্বার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গরা।
মতবিনিময় সভায় বক্তারা- সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বাধীন তারাকান্দা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারাকান্দা থানা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওসি ওয়াজেদ আলী।