তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থী

- আপডেট সময় : ১২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার হার্টে একটি রিং পরানোর পর তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন।
ময়নার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
জানা গেছে, গত ৮ জুলাই শনিবার তানোর গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা আয়োজন করা হয়। এদিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। কিন্ত্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় তাকে দ্রুত তানোর উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার
(এয়ার এ্যাম্বুলেন্সে) হেলিকপ্টার যোগে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্টে একটি ব্লক ধরা পড়ে এবং মঙ্গলবার সন্ধ্যায় তার হার্টে রিং পরানো হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন। তার পরিবার তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। , তিনি এখন ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, তার হার্টে একটি রিং পরানো হয়েছে তিনি এখন সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার এবং দলের নেতা ও কর্মীসমর্থকগণ।
এদিকে ময়নার অসুস্থতার খবরে দরগাডাঙা স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইউপি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হাজারো নেতাকর্মীর অশ্রুসজল নয়ন ও বোবা কান্না প্রমাণ করেছে ব্যক্তি ময়না কতটা জনপ্রিয়। এছাড়াও ময়না ব্যতিত সাদামাটা আয়োজনে ঢিলেঢালা উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলন প্রমাণ করেছে ময়না কতটা কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব। তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে সাংগঠনিক নেতৃত্ব হিসেবে ময়নার কোনো বিকল্প নাই। তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অনেক ইতিবাচক দিকের পাশাপাশি দু-একটি নেতিবাচক দিক থাকতেই পারে। কিন্ত্ত তানোরে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তার যে অবদান তা অস্বীকার করার কোনো সুযোগ নাই।