তানোরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে
- আপডেট সময় : ০৩:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে তানোর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ। এসময় বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে ২ জন কৃষককে ৫০ ভাগ ভূর্তুকিতে ধান মাড়াই করা মেশিন প্রদান করা।