রাজশাহীর তানোরে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই জানুয়ারি) বিকেল ৪টার দিকে তানোর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান,পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী রাম কমল সাহা।
মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন সহকারি শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।