তানোরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

- আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এসময়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, সমাজসেবা অফিসার গোলাম হোসেন, পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।
এদিকে, তানোর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন করেছে।#