তানোরে প্রতিবন্ধীকে মারপিটের ঘটনায় থানায় মামলা

- আপডেট সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা প্রতিবন্ধী সংগঠনের সভাপতি শারিরিক প্রতিবন্ধী সামসুল আলমকে পিটিযে রক্তাক্ত জখম করার ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী সামসুল আলম বাদি হয়ে মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র ও তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি রাব্বানী এবং মুন্ডমালা পৌর সভার বর্তমান মেয়র সাইদুর রহমানসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ফেগ ফেসবুক আইডি থেকে তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি ও মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজার ছবিসহ কুরুচিপূর্ণ কথা লিখে অজ্ঞাতনামা ব্যক্তি পোষ্ট করেন।
বুধবার দুপুরে এরই সুত্র ধরে প্রতিবন্ধী সামসুলকে সন্দেহের বসে তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি ও মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও মুন্ডমালা পৌর সভার বর্তমান মেয়র সাইদুর রহমান তার দলবল নিয়ে প্রতিবন্ধী সামসুল আলমকে মারপিট করেন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের প্রকৃয়া চলছে।