তানোরে তারাবী নামাজ শেষে বাড়ি ফিরেই ঈমাম নিখোঁজ
- আপডেট সময় : ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে বুধবার তারাবীর নামাজ পড়িয়ে রাত ১০টার দিকে বাড়ি আসেন ঈমাম তারেক আহম্মেদ। এর ১৫ মিনিট পরে তার মোবাইলে আসলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এঘটনার আধাঘন্টা পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার এরির্পোট লেখা পর্যন্ত তিনি বাড়ি ফিরেননি।
ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুর গ্রামে। নিখোঁজ ব্যক্তির নাম তারেক আহম্মেদ (৩০)। তিনি সাতপুরকুর গ্রামের এমরান আলীর পুত্র। নিখোঁজের ঘটনায় একদিন পর বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী। তানোর জিডি নম্বর- ১২৯২। তারিখ ৩০ মার্চ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারেক আহম্মেদ নিজ গ্রামের মসজিদে তারাবীর নামাজের ঈমামতী করেন এবং জুম্মা নামাজ পড়ান পার্শবতী নাচোল উপজেলার হাফানিয়া-দোগাছা জামে মসজিদে। এছাড়াও গ্রামে একটি এস.সি.এস দারুস সুন্নাহ একাডেমি প্রধানের দায়িত্বে রয়েছেন।
নিখোঁজ তারেকের পিতা এমরান আলী জানান, তার ছেলে রাতে নামাজ শেষে বাড়ি এসেছিল। তার শরীরের পাঞ্জাবি খুলে কেবল মাত্র বসেছে। এমন সময় ফোনে কথা বলতে গেঞ্জি পড়ে বাড়ির বাইরে বের হয়। এরপর আর ফেরেনি। ফোন ও বন্ধ পাওয়া যাই। রাতে সব আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাকে পাওয়া যায়নি।
৯৯৯ নম্বরে কল করা হয়েছে। গোদাগাড়ী ও তানোর থানায় খোঁজ নেওয়া হয়। কেউ বলতে পারেননি। অবশেষে তার সন্ধান পেতে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঈমাম তারেক আহম্মেদ নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।