তানোরে জাতীয় পার্টির সাংসদ প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা জাতীয় পার্টি ও তানোর পৌর সভা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তানোর পৌর এলাকার কাশেম বাজার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জাতীয় পার্টির সাংসদ প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস।
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাউদ্দিন সরকার ও পৌর জাতীয় পার্টির প্রচার সম্পাদক সিজার সরদারের পরিচালনায়
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মহির উদ্দিন।
গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবাদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক নেয়াজ উদ্দীন সুপার, তানোর পৌর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এন্তাজ আলী, খাইরুল ইসলাম, ইলিয়াস উদ্দিন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাষকে নিয়ে আমরা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচনী মাঠে লড়তে একন থেকেউ প্রস্তুতি নিয়ে মাঠে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন।