তফসিলকে স্বাগত জানিয়ে ফুলবাড়িয়ায় শোভাযাত্রা ও আনন্দ র্যালি
- আপডেট সময় : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়ায় আসনে আনন্দ শোভাযাত্রা ও র্যালির করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় নারী নেত্রী সেলিমা বেগম সালমার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
তফসিলকে স্বাগত জানিয়ে এদিন বিকাল ৪টায় ফুলবাড়িয়া উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বর থেকে ময়মনসিংহ-৬ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাশী সেকিমা বেগম সালমা এই মোটর শোভাযাত্রা ও র্যালি বের করেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেত্রী ও মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা বলেন, ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি কাজ করার সুযোগ চাই। জনগণকে পাশে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ করতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, জনগণ উন্নয়নের পক্ষে,নৌকা উন্নয়নের প্রতীক, চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীককে আবারও বিজয়ী করবে।
সেলিমা বেগম সালমা আরও বলেন, নির্বাচন সামনে রেখে সারাদেশে বিএনপি-জামায়াতের অরাজকতা নিন্দনীয়। নির্বাচন বানচাল করতে বিএনপি-
জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। যতদিন না নৌকার বিজয় হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকবো। এ সময় তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানান সেলিমা বেগম সালমা।
শোভাযাত্রায় জাতীয় শ্রমিক লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সেলিম, জাতীয় শ্রমিক লীগ ফুলবাড়িয়া পৌর শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান সরকার বাবু
যুগ্মসাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত ইমন, ছাত্রলীগ নেতা আবু সাইদ মিলন, মেহেদী হাসান, আশিকুর রহমান সুজন, জহিরুল ইসলাম,মানিকুর হরমান মানিক,জাকিরুর রহমান জাকির, মাহমুদুল হাসান সুমন,আবুল হাসনাত জনি,প্রমুখ উপস্থিত ছিলেন।