ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- আপডেট সময় : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পাঁচ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকাল থেকেই দূরপাল্লাসহ আঞ্চলিক যানবাহন কম চলাচল করছে। নির্দিষ্ট সময় পরপর যানবাহনগুলো গন্তব্যের দিকে যেতে দেখা যায়। এদিকে মহাসড়কে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।
আবুল কালাম নামে এক আটো চালক বলেন, বিএনপির কর্মসূচিকে ঘিরে অনেকেই মহাসড়কে বের হননি। তাই মহাসড়কে যানবাহনের চাপ কম। রাস্তা ফাঁকা থাকায় সহজেই গন্তব্যস্থলে যেতে পারছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি মহাসড়ক অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এ সময় তাদের বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।