ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

- আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে; এই সময়ে নির্বাচন দেওয়া সম্ভব কি-না এ প্রশ্নে তিনি বলেন, জনগণ যদি বলে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান আমরা চলে যাব। আমরা দায়িত্ব নিয়ে আসছি, দায়িত্ব পালন করতে আসছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ বলে দিয়েছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছুদিন কাজ করে যেতে হবে। সেখানেই উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন জুন পর্যন্ত। এই হচ্ছে আমাদের লেস্টেস।
বিয়ে থেকে এসে দেখেন ঘরবাড়ি উধাও, পড়ে আছে চৌকিবিয়ে থেকে এসে দেখেন ঘরবাড়ি উধাও, পড়ে আছে চৌকি
তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। যেকোনো জায়গায় আমাদের চাহিদা কত সেটি যদি আমরা আইন্ডেটিফাই করতে পারি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। আমার কোথায় কতজন ডাক্তার লাগবে সেটা চাহিদা অনুযায়ী করতে হবে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, ভালো ডাক্তার তৈরি করতে পারি। আমাদের ডাক্তারা কিন্তু প্রমাণ করেছে, করোনাকালে আমরা কিন্তু কোথাও যাইনি। বাংলাদেশের ডাক্তারাই কিন্তু চিকিৎসা করেছে। আর আমাদের লোকবলের চাহিদা কিন্তু প্রচুর। হাসপাতালে লোকবল দিতে পারছি না। কিন্তু ভবন বানানো হয়েছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।