ঠাকুরগাঁও সীমান্তে ৭ জনকে পুশইন

- আপডেট সময় : ১১:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ‘পুশইন’ করা সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ জুন) দুপুরে স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।
এর আগে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ ৩৪৭/এমপি সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বাধীন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তর থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
৪২ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু। ঘটনার সময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা প্রায় ২০-২৫ বছর আগে দালালের সহায়তায় কাজের সন্ধানে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সেখানেই তারা বসবাস করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং গত ১৯ জুন সীমান্ত এলাকায় নিয়ে আসে। এরপর গতরাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
আটকদের পরিচয় যাচাইয়ের জন্য আত্মীয়-স্বজনদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ভিত্তিতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয়পক্ষ সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে।