জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
- আপডেট সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত সোনা মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনা মিয়া ওই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মণ্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেয়ার জন্য ঘটনাস্থল কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবি করা প্রতিপক্ষের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি আসামিদেরও গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।