জয়পুরহাটে দুই মামলায় ২ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে পৃথক দুটি মামলায় আহাসান হাবীব সুজন (৩৩) ও রায়জান ওরফে মুন্না (৩৭)সহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন পৃথক দুটি মামলার পলাতক আসামীদের অনুপস্থিতিতে এ রায়ের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পূর্ণগোপিনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে আহসান হাবীব সুজন এবং জয়পুরহাট পৌর এলাকার শান্তিনগর মাছুয়া বাজার মৃত মাজেদ আলীর ছেলে রায়হান ওরফে মুন্না।
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ মার্চ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুর্ণগোপিনাথপুর গ্রামে জমিজমা বিরোধে দাদা আব্দুল জব্বারকে ভাতের সাথে বিষ মিশিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরপর মামলার তৎকালীন কর্মকর্তা ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্য্য শেষে ৮জন স্বাক্ষীর স্বাক্ষতে বিচারক আজ এ রায় প্রদান করেন।
অন্যদিকে ২০১২ সালের ২৪ জানুয়ারী জয়পুরহাট রেল স্টেশনে জয়পুরহাট র্যাব -৫ সিপিসি ৩ ক্যাস্পের এস আই রবিউল ইসলাম রায়হান ওরফে মুন্নাকে তল্লাশী করে তার কাছ থেকে ১২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডলসহ আটক করে। ওই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেন।
এরপর মামলার তৎকালীন কর্মকর্তা ২০১২ সালের ২৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে একই বিচারক এ প্রদান করেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি উদয় সিং এপিপি। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজার রহমান ও রফিকুল ইসলাম তালুকদার।