জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে: আমিনুল হক
- আপডেট সময় : ১১:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেননি এবং তারা এখন সেই বহু প্রত্যাশিত ভোটের জন্য অপেক্ষা করছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর রূপনগরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে, একটি অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হোক। এমন একটি নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ভোট দিতে পারবেন এবং জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে আসছেন। তার আন্দোলনের ফলশ্রুতিতে জুলাই-অগাস্টে ছাত্র ও জনগণের মধ্যে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি স্বৈরাচার থেকে মুক্তির একটি প্রমাণ।
আমিনুল হক বলেন, তারা একটি নতুন সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ১৭ বছর ধরে বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন। অপরদিকে, তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব সময়ে জনগণের কাছে যাননি, কারণ তারা নির্বাচিত ছিলেন না।
তিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, অনেকেই আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনা দেশে থাকবেন না এবং তারা তার সঙ্গে পালিয়ে গেছেন। বর্তমানে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন, কিন্তু তাদের সবাইকে খুঁজে পাওয়া যাবে।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা, যারা এই উদ্যোগের অংশ ছিলেন।