‘জনগণের দ্বারা বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত’
- আপডেট সময় : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে কারা পরবর্তী সরকার গঠন করবে সে সিদ্ধান্ত দেশের জনগণেরই নেওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পক্ষ নেই। কোনো বিশেষ দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
বাংলাদেশের প্রধান তিন দলকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিরোধীদলের অধিকাংশ নেতা যখন কারাগারে তখন সংলাপ কীভাবে হবে? এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘বিভিন্ন প্রতিবেদকের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমার টেনে নেওয়ার চেষ্টাকে আমি স্বাগত জানাই। কিন্তু আমি এতে বিরতই থাকবে।’
মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না। আমরা কোনো একটি দলের বিরুদ্ধে বা অন্য কোনো দলের পক্ষে অবস্থান নেই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। আমি শুধু এটিই বলব, আগেও অনেক বার বলেছি। আমরা মনে করি, বাংলাদেশে জনগণেরই তার ভবিষ্যৎ সরকার ঠিক করা উচিৎ।
গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক হয়। সেখানে বাংলাদেশ নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।
তিনি বলেছিলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ভারত তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে। তবে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে কিছু বলা হয়নি।