ছুটির মধ্যেই বুধ-বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

- আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত চলছে টানা ১০ দিনের সরকারি ছুটি। তবে ছুটির মধ্যেই বুধবার (১১ জুন) এবং বৃহস্পতিবার (১২ জুন) শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে। আগেই এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ, শিল্পখাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান বা গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেনের জন্য ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন ব্যাংকগুলোর স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখায় সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্দেশনায় আরো বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধিমোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
এই নির্দেশনা অনুয়ায়ী ঈদের আগে ৫ জুন সরকারি ছুটির দিনেও সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত লোকবলের মাধ্যমে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা ছিল।