সংবাদ শিরোনাম ::
ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত লালনের শারীরিক অবস্থার অবনতি
ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন লালন মিয়া( ২৮)। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি ঘটেছে বলে পরিবার সুত্রে জানা গেছে।
গত ৩১মার্চ দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের হাবিবুর রহমান হাবিব পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি করে এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে লালন মিয়ার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত লালন মিয়াকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৩ এপ্রিল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অবনতি ঘটেছে বলে পরিবার সুত্রে জানা গেছে।