সংবাদ শিরোনাম ::
চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান শেখ হাসিনার

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের (ভিওজিএসএস) উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘যেকোনো সংকট মোকাবেলায় দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্য অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরস্পরের সহযোগিতা করতে হবে।’
এবারের সম্মেলনটি ১০টি সেশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনগুলো রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে, চলতি বছরের ১২ থেকে ১৩ জানুয়ারি ভার্চুয়ালি ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের প্রথম সম্মেলনটি আয়োজন করেছিল ভারত।