চুক্তি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

- আপডেট সময় : ১২:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
পারমাণবিক বোমা তৈরি বন্ধ এবং চলমান আলোচনার মাধ্যমে দ্রুত একটি চুক্তিতে না পৌঁছালে ইরানকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ জুন) ইরানে ইসরায়েলে ব্যাপক বিমান হামলার প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানকে চুক্তি করার জন্য একের পর এক সুযোগ দিয়েছি, কিন্তু তারা তা করতে পারেনি। তাদের জানা উচিত যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম তৈরি করে, যা ইসরায়েলের কাছে প্রচুর পরিমাণে আছে এবং তারা জানে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়।’
ইরানকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের কট্টরপন্থীরা সাহসের সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা জানত না কী ঘটতে চলেছে। তারা সবাই এখন মারা গেছে এবং পরিস্থিতি আরও খারাপ হবে! তাই খুব দেরি হওয়ার আগেই এটা (চুক্তি) করে ফেলো।’
হামলার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি চাই তারা সফল হোক। আমি চাই তারা অসাধারণ হোক। আমরা তাদের সফল হতে সাহায্য করব, আমরা তাদের সঙ্গে বাণিজ্য করব, যা কিছু প্রয়োজন তা করব।’
প্রসঙ্গত, আগামী রোববার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো আলোচনা আয়োজন করা হবে। সেখানে ইরান চুক্তির একটি প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করেছিল ইরান। তবে এর আগেই শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার এবং কমপক্ষে ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন।
জবাবে ইসরায়েলের দিকে প্রায় ১০০টি ড্রোন ছোঁড়ে তেহরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি