ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চীনা সরকারের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে: এফবিআই

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

করোনা (কোভিড-১৯) সংক্রমণ ‘খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এমন মন্তব্য করেছেন। তিনি আরও জানিয়েছেন এটা তার কোনো ব্যক্তিগত অভিমত নয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এমন আশঙ্কার কথা জানিয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘এফবিআই বেশ কিছু দিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোন একটি গবেষণাগার থেকেই করোনা মহামারির উৎপত্তি।’

করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিয়েছেন এফবিআই প্রধান।

তবে চীন এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।’

রে’র মন্তব্যের এক দিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘করোনার উৎস’ নিয়ে দেশটিকে আরও ‘সৎ’ হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিটির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করতে ও এই সম্পর্কে অস্পষ্ট ধারণা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে চীন।’

তিনি বলেন, এটা সবার জন্য দুর্ভাগ্যজনক।

কিছু গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে যে সেখানকার সামুদ্রিক খাবারের বাজার ও বন্যপ্রাণীর বাজারের প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনা সরকারের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে: এফবিআই

আপডেট সময় : ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

করোনা (কোভিড-১৯) সংক্রমণ ‘খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এমন মন্তব্য করেছেন। তিনি আরও জানিয়েছেন এটা তার কোনো ব্যক্তিগত অভিমত নয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এমন আশঙ্কার কথা জানিয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘এফবিআই বেশ কিছু দিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোন একটি গবেষণাগার থেকেই করোনা মহামারির উৎপত্তি।’

করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিয়েছেন এফবিআই প্রধান।

তবে চীন এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।’

রে’র মন্তব্যের এক দিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘করোনার উৎস’ নিয়ে দেশটিকে আরও ‘সৎ’ হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিটির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করতে ও এই সম্পর্কে অস্পষ্ট ধারণা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে চীন।’

তিনি বলেন, এটা সবার জন্য দুর্ভাগ্যজনক।

কিছু গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে যে সেখানকার সামুদ্রিক খাবারের বাজার ও বন্যপ্রাণীর বাজারের প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

সূত্র : বিবিসি