সংবাদ শিরোনাম ::
চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
প্রিয় কর্মস্থল বিএফডিসি ও চ্যানেল আইয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালি দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান। আজ বিকেল ৩টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই নায়িকাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।
অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পেয়েছেন তিনবার বাচসাস পুরস্কার।