ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে

১৪ মাস পর ভারত চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়, বাসমতি চাল ছাড়া অন্য সব ধরনের চাল রফতানি করা যাবে।

এছাড়া চাল রফতানির শুল্কও কমানো হয়েছে। পূর্বে ২০ শতাংশ ছিল, এখন তা ১০ শতাংশে নেমে এসেছে।

এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভারতের চাল রফতানিকারকরা। “রাইস ভিলার” এর নির্বাহী সুরজ আগার ওয়াল বলেন, “এই পদক্ষেপ কৃষিক্ষেত্র ও আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।”

ভারতে চাল উৎপাদন মূলত পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে হয়। গত বছর বৃষ্টিপাতের অভাবে উৎপাদন কমেছিল, তাই ২০২৩ সালের জুলাইয়ে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বিশ্বে ৩০০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম চাল উৎপাদনে শীর্ষে। তবে রফতানিতে ভারত সবচেয়ে এগিয়ে, প্রতিদিনের ৪০ শতাংশ চালের কেনাবেচা আসে ভারত থেকে।

নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তে শুরু করে। গত ১১ বছরে চালের দাম ১১.৭ শতাংশ বেড়েছে, যা সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

১৪ মাস পর ভারত চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়, বাসমতি চাল ছাড়া অন্য সব ধরনের চাল রফতানি করা যাবে।

এছাড়া চাল রফতানির শুল্কও কমানো হয়েছে। পূর্বে ২০ শতাংশ ছিল, এখন তা ১০ শতাংশে নেমে এসেছে।

এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভারতের চাল রফতানিকারকরা। “রাইস ভিলার” এর নির্বাহী সুরজ আগার ওয়াল বলেন, “এই পদক্ষেপ কৃষিক্ষেত্র ও আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।”

ভারতে চাল উৎপাদন মূলত পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে হয়। গত বছর বৃষ্টিপাতের অভাবে উৎপাদন কমেছিল, তাই ২০২৩ সালের জুলাইয়ে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বিশ্বে ৩০০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম চাল উৎপাদনে শীর্ষে। তবে রফতানিতে ভারত সবচেয়ে এগিয়ে, প্রতিদিনের ৪০ শতাংশ চালের কেনাবেচা আসে ভারত থেকে।

নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তে শুরু করে। গত ১১ বছরে চালের দাম ১১.৭ শতাংশ বেড়েছে, যা সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড। সূত্র: এনডিটিভি