চারঘাটে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জান মোহাম্মাদ (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ রোববার সকাল সাড়ে ৭টার সময় উপজেলার মৌগাছী এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক অস্ত্র ব্যবসায়ী জান মোহাম্মাদ চারঘাট উপজেলার চামটাগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে সন্দেহভাজন হিসাবে জান মোহাম্মাদকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ডগুলি উদ্ধার হয়।
আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেন সেখানে তিনি অস্ত্র বিক্রির জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করেন। পরে তাকে চারঘাট মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলণা দেয়া হয়েছে।