• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আবদুল ওদুদ জয়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। আর বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন।

এদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন। মোট ভোটের ২৯ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে এখানে।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ