চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী র্যালি ও আলোচনা
- আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
‘মানুষই মুখ্যঃ মাদক কে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার (৩০ জুলাই ) এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার পিপি এম সেবা ছাইদুল হাসান, ৫৯ বিজিবি”র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ প্রমূখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপপরিচালক আনিছুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।























