সংবাদ শিরোনাম ::
ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদ এমপি
প্রেস বিজ্ঞপ্তিঃ
- আপডেট সময় : ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অদ্য ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
বুধবার, (১৫ নভেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও মাননীয় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কতৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।