ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেপ্তারি পরোয়ানার পর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সমন জারি

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়া ও বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদালতের ফাইলিং সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে সম্প্রতি গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধও চেয়েছে।

রোববার (২৪ নভেম্বর) এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি আদানি গ্রুপের প্রতিনিধিরা। যদিও এর আগে গ্রুপটি মার্কিন আদালতের এ ফৌজদারি অভিযোগকে ‍‍`ভিত্তিহীন‍‍` বলে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন, গৌতম ও সাগর আদানি বিদ্যুৎ সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের পর্যায়ক্রমে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিতে রাজি হয়েছেন। আদানির কথিত সহযোগীদের একজন অত্যন্ত চতুরতার সঙ্গে তার ফোন ব্যবহার করে কর্মকর্তাদের দেওয়া এই ঘুষের পেমেন্ট ট্র্যাক করেছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি এবং তার ভাতিজা সাগরসহ সাত আসামি ২০ বছরের বেশি সময় ধরে ২ বিলিয়ন ডলার লাভের আশায় চুক্তি পেতে ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে সম্মত হন।

অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে রাহুল জোর দিয়ে বলেন, মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

নরেন্দ্র মোদি আদানিকে তদন্তের হাত থেকে রক্ষা করছেন উল্লেখ করে রাহুল বলেন, নরেন্দ্র মোদি ও আদানি একসঙ্গে থাকলে তারা সুরক্ষিত। ভারতে আদানিকে কিছুই করা যাবে না। এ দেশে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয় আর আদানি ২০০০ কোটি টাকার কেলেঙ্কারি করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। কারণ নরেন্দ্র মোদি তাদের রক্ষা করছেন। আদানি ভারত ও আমেরিকায় অপরাধ করেছে। কিন্তু ভারতে আদানির বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রেপ্তারি পরোয়ানার পর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সমন জারি

আপডেট সময় : ১১:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সরকারি কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়া ও বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদালতের ফাইলিং সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে সম্প্রতি গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধও চেয়েছে।

রোববার (২৪ নভেম্বর) এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি আদানি গ্রুপের প্রতিনিধিরা। যদিও এর আগে গ্রুপটি মার্কিন আদালতের এ ফৌজদারি অভিযোগকে ‍‍`ভিত্তিহীন‍‍` বলে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন, গৌতম ও সাগর আদানি বিদ্যুৎ সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের পর্যায়ক্রমে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিতে রাজি হয়েছেন। আদানির কথিত সহযোগীদের একজন অত্যন্ত চতুরতার সঙ্গে তার ফোন ব্যবহার করে কর্মকর্তাদের দেওয়া এই ঘুষের পেমেন্ট ট্র্যাক করেছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি এবং তার ভাতিজা সাগরসহ সাত আসামি ২০ বছরের বেশি সময় ধরে ২ বিলিয়ন ডলার লাভের আশায় চুক্তি পেতে ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে সম্মত হন।

অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে রাহুল জোর দিয়ে বলেন, মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

নরেন্দ্র মোদি আদানিকে তদন্তের হাত থেকে রক্ষা করছেন উল্লেখ করে রাহুল বলেন, নরেন্দ্র মোদি ও আদানি একসঙ্গে থাকলে তারা সুরক্ষিত। ভারতে আদানিকে কিছুই করা যাবে না। এ দেশে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয় আর আদানি ২০০০ কোটি টাকার কেলেঙ্কারি করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। কারণ নরেন্দ্র মোদি তাদের রক্ষা করছেন। আদানি ভারত ও আমেরিকায় অপরাধ করেছে। কিন্তু ভারতে আদানির বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।