গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর শাখায় কেন্দ্র প্রধানদের বৈঠক

- আপডেট সময় : ০১:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
প্রতিটি শাখার ন্যয় গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখাতেও আছে কেন্দ্র। যার সংখ্যা ছিয়াত্তরটি। ছিয়াত্তরটি কেন্দ্রের সদস্য সংখ্যা চার সহস্রাধিক। যার নব্বই ভাগই দারিদ্র্য মুক্ত। প্রতিটি কেন্দ্রে গ্রুপ আছে। আছে গ্রুপের চেয়ারম্যান ও সেক্রেটারী ।এই গ্রুপ চেয়ারম্যানের মধ্য হতেই একজনকে কেন্দ্র প্রধানের দায়িত্ব দেয়া হয়। এই কেন্দ্র প্রধানদেরকে নিয়েই সোমবার( ২০ মার্চ ) গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় ছিয়াত্তরটি কেন্দ্রের ছিয়াত্তরজন কেন্দ্র প্রধানই উপস্থিত অনুষ্ঠিত হলো ত্রৈমাত্রিক কেন্দ্র প্রধান বৈঠক। কেন্দ্র প্রধান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের যোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। তিনি ছিয়াত্তরজন কেন্দ্র প্রধানের কথাগুলো মনযোগ সহকারে শুনেন মূল্যায়ন করেন এবং কেন্দ্রকে ভালো রাখার সবরকম দিকনির্দেশনা প্রদান করেন। ঋন কার্যক্রমের পাশাপাশি সদস্যদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় সহযোগিতা,মেধাবীদের বৃত্তির ব্যবস্হা করে সহযোগিতা,ইভজিটিং,যৌতুক প্রতিরোধ, সামাজিক অবক্ষয়,বেশী বেশী গাছ লাগাও কর্মসূচি সহ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কেন্দ্র প্রধান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক চাপাইনবাবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র সরকার, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি চাপাইনবাবগঞ্জ এরিয়ার সভাপতি মোঃ নাহিদ কবির নাহিদ ও জাতীয় কবিতা মঞ্চ রাজশাহী জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কবি মুকুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র শাখার অফিসার মোঃ রিপন রেজা চোধুরী এবং উক্ত কেন্দ্র প্রধান অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বাসুদেবপুর গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ খন্দকার আব্দুর রহিম।