গোদাগাড়ী পৌরসভার প্রয়াত মেয়র বাবুর কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
গোদাগাড়ী পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর কবর জিয়ারত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ এপ্রিল) পরিবারের উদ্যোগে ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে কবর জিয়ারত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর কবর জিয়ারত শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন, মনিরুল ইসলাম বাবু ছিলেন একজন কর্মী বান্ধব মানুষ। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রান ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতে নসীব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী, দেওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।